পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় এসপি জসীম
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাগুলোতে থানাগুলোর কার্যক্রমের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার এবং বিপন্ন মানুষকে সর্বোচ্চ আইনি সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।
রবিবার (১৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় অনুষ্ঠিত এই প্যারেডে জেলার সকল ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
সকাল ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও ফোর্সেরা তাদের সামষ্টিক সমস্যাগুলো নিয়ে কথা বলেন। পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় দ্রুত সেসব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে দুপুর ১২টায় সেপ্টেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপ্টেম্বর/২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) জনাব মোঃ ইব্রাহিম হোসেন সিআরপিসি আইনের সংশোধিত ধারাগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সংশোধিত এসব ধারাগুলো প্রতিটি থানার এসআইদের অনুসরণের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “থানা হলো পুলিশের আয়না। থানার কার্যক্রমের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। একজন মানুষ বিপদে পড়ে থানায় যায়, ঐ বিপদগ্রস্ত মানুষকে আইনের সর্বোচ্চ সেবা দিতে হবে।”
তিনি আরও বলেন, ওয়রেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার বিষয়ে জোর দিতে হবে।
এসময় পুলিশ সুপার মহোদয় সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতা ও অবদানের জন্য বেশ কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন। পুরস্কৃতদের মধ্যে রয়েছেন, শ্রেষ্ঠ এএসআই: সোনারগাঁও থানার এএসআই (নিঃ)/মোঃ আব্দুর রশিদ। শ্রেষ্ঠ এসআই: রূপগঞ্জ থানার এসআই(নিঃ)/হুমায়ুন কবির। মামলা ডিটেকশনে বিশেষ দক্ষতার জন্য: রূপগঞ্জ থানার এসআই(নিঃ)/আবুল কালাম আজাদ, আড়াইহাজার থানার এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান, ফতুল্লা থানার এসআই (নিঃ)/জহিরুল ইসলাম।
অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য: সদর কোর্টে কর্মরত এসআই(নিঃ)/জাকির হোসেন, এএসআই(নিঃ)/শহিদুল ইসলাম, কং/১৯৩৭ নুরুজ্জামান।
৬১টি হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তরে অবদানের জন্য (আইসিটি শাখা): এসআই(নিঃ)/কাজী আফজাল শাহীন, এএসআই(নিঃ)/ শফিকুল ইসলাম, কং/৯০৮ আলআমিন ইসলাম, কং/ ১৯০০ মেহেদী হাসান, কং/ ১৯৩৪ মোঃ রায়হান।
উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য।