সোমবার, অক্টোবর ২০, ২০২৫
Led04ক্রীড়াজেলাজুড়ে

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো ৬৮তম জোটা ও ২৯তম জোটি জাম্বুরী

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ৬৮তম জাম্বুরী অন দ্যা এয়ার (জোটা) ও ২৯তম জাম্বুরী অন দ্যা ইন্টারনেট (জোটি) অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রবিবার (১৯ অক্টোবর) বিকালে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এর সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথির বক্তব্যে স্কাউটদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়ে আমাদেরকে সাধারণ স্কাউট নয়, গ্লোবাল স্কাউট হতে হবে।” তিনি স্কাউটদের ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “স্কাউটরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশসেবায় অংশ নিবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিবে। বিশ্ব দরবারে দেশকে উন্নতি করতে চাইলে, আমাদেরকে দক্ষতার সাথে কাজ করতে হবে।”

স্কাউটিং-এর আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা যারা স্কাউটিং করি, তাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে, মানবতা থাকবে, বড়দের সম্মান করার মানসিকতা থাকতে হবে। আমরা এমন স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্ন আমাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।”

জেলা স্কাউট কমিশনার মো. ফজলুল হক ভুইয়া মন্টু অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, জেলা স্কাউটস সম্পাদক গোলাম মোস্তফা শাহীনসহ জেলা স্কাউটসের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইউনিট লিডারসহ প্রায় দুইশতাধিক স্কাউট ও গার্ল ইন স্কাউটবৃন্দ।

RSS
Follow by Email