সোমবার, অক্টোবর ২০, ২০২৫
Led05গণমাধ্যম

না.গঞ্জ প্রেস ক্লাব-কমিউনিটি হেল্পিং হাব ইউএসএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এবং নারায়ণগঞ্জ কমিউনিটি হেল্পিং হাব ইউএসএ ইনকর্পোরেটেড-এর মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এই সমঝোতা স্মারক বিনিময় হয়।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং নারায়ণগঞ্জ কমিউনিটি হেল্পিং হাব ইউএসএ ইনক. এর পক্ষে এডমিন মুহাম্মদ পারভেজ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই স্বাক্ষরিত সমঝোতার ফলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও নারায়ণগঞ্জ কমিউনিটি হেল্পিং হাব ইউএসএ ইনক. এর সদস্যরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবেন।

এর মধ্যে রয়েছে, অভিজ্ঞতা, শুভেচ্ছা ও সংবর্ধনা বিনিময়। ভ্রমন সংক্রান্ত বিষয়াদি ও প্রশাসনিক সহযোগিতা। স্থানীয় সহযোগিতা এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে একে অপরকে আমন্ত্রণ ও তথ্যের আদান-প্রদান।

উভয় প্রতিষ্ঠান আশা করছে, এই সমঝোতার মাধ্যমে তাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং এর মাধ্যমে উভয় সংগঠনের সদস্যরা উপকৃত হবেন।

RSS
Follow by Email