সোমবার, অক্টোবর ২০, ২০২৫
Led04রাজনীতি

জামায়াত নির্বাচিত হলে পরিকল্পিতভাবে উন্নয়ন করব: মাওলানা মঈনুদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেছেন, জামায়াত নির্বাচিত হলে ইসদাইরকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তিনি অভিযোগ করেন, বিগত আমলে এই আসনের সাবেক এমপি জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন, কিন্তু কোনো উন্নয়ন কাজ করেননি।

রবিবার (১৯ অক্টোবর) বাদ আসর নারায়ণগঞ্জ শহরের সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড ইসদাইর এলাকায় এক গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন।

মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “আমরা বলছি, জামায়াত ক্ষমতায় আসলে ইসদাইরকে বাসযোগ্য গড়ে তুলব, পরিকল্পিতভাবে উন্নয়ন করব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, দেশে কুরআনের আইন চালু হলে আর কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থাকবে না। তাই তিনি ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে এবং কর্ম পরিষদ সদস্য ও মজলিসে শুরা সদস্য মাওলানা ওমর ফারুকের উপস্থিতিতে এই গণসংযোগটি পরিচালিত হয়।

গণসংযোগটি শহরের অক্টোঅফিস থেকে শুরু হয়ে ইসদাইর বাজার হয়ে রেললাইন ধরে চাষাঢ়া ডাক বাংলো মোড়ে এসে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক পশ্চিম থানা আমীর মজিবুর রহমান শেখ, পূর্ব থানা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, থানা নায়েবে আমীর নজরুল ইসলাম সহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

RSS
Follow by Email