রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
রাজনীতি

তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন করলো কৃষকদল

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলা চ্যানেলে প্রচারিত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে বড় পর্দায় সাক্ষাৎকারটি প্রচার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির জনপ্রিয় নেতা জাকির খানের নির্দেশনায় এই কার্যক্রমের আয়োজন করা হয় বলে জানা গেছে। এর মাধ্যমে তারেক রহমানের রাজনৈতিক বার্তা ও নীতিগত অবস্থান জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খাঁন, সহ-সভাপতি ছালেহ আহম্মেদ রনি, সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী মশু, নারায়ণগঞ্জ সদর থানা কৃষকদলের নেতা জুয়েল হোসেন ও মো. মাছুম খান, রুবেল, নারায়ণগঞ্জ সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি এজাজ চৌধুরী, ফতুল্লা থানা গার্মেন্টস শ্রমিক দল সভাপতি মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন খাঁন গণমাধ্যমকে বলেন, “দীর্ঘদিন পর গণমাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সাক্ষাৎকার দিয়েছেন, তা বাংলাদেশের রাজনীতিতে এক বিশেষ তাৎপর্য তৈরি করেছে।”

তিনি আরও বলেন, তারেক রহমানের ভাষা, শব্দচয়ন, উপস্থাপন ভঙ্গি এবং সাক্ষাৎকারের বিষয়বস্তু ও নীতিগত অবস্থান বিশ্লেষণ করলে তা তাদের আশাবাদী করে। তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণের মধ্য দিয়ে সাক্ষাৎকারটি কেন গুরুত্বপূর্ণ, সেই বার্তাটি তারা জনগণের মাঝে তুলে ধরার চেষ্টা করছেন বলে তিনি জানান।

RSS
Follow by Email