দৌড়ঝাঁপ করুক, ত্যাগীদেরই মনোনয়ন দেবে বিএনপি: সাখাওয়াত
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন ইস্যুতে এক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, যারা দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না, এখন কেবল মনোনয়নের জন্য তাদের দৌড়ঝাঁপ অর্থহীন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বন্দর থানার ২৪নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, “এখন যারা মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করছে তারা করুক, তাদের খায়েস জেগেছে, কারণ তারা তো ১৫ বছর মাঠে ছিল না। শোনেন, দেওয়ায়ার কিন্তু একটা বিবেক আছে, সুতরাং তারা দৌড়ঝাঁপ করুক।”
তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী ও নিবেদিত কর্মীদেরই মূল্যায়ন করবেন। “সারা বাংলাদেশে যারা মামলা খেয়েছে, মিটিং মিছিল করেছে, জেল খেটেছে, যাদের পরিবার নিগৃহীত হয়েছে তাদের মধ্য থেকেই নমিনেশন দেওয়া হবে। ইনশাআল্লাহ আমি মনে করি আগামী দিনে আমিও আমার দলের সদস্য সচিবসহ যারা নারায়ণগঞ্জে রয়েছে তাদের মধ্যেই নমিনেশন পাবে ইনশাআল্লাহ।” তিনি একইসঙ্গে কর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আগামীতে বিএনপি ক্ষমতায় এলে একটি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন। তিনি বলেন, “আমরা কোনো দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসীতে বিশ্বাস করি না। সুতরাং আগামীতে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো প্রশ্রয় দিব না।”
এছাড়াও, দেশের নারী সমাজের উন্নয়নে বিশেষ নজর দেওয়ার ঘোষণা দেন তিনি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি নারী সদস্যের জন্য ফ্যামিলি ও হেল্প কার্ডের ব্যবস্থা করা হবে। “ফ্যামিলি কার্ডের মধ্যে চাল, ডাল, আটা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্র প্রতিমাসে রাষ্ট্র থেকে সর্বনিম্ন ১০ থেকে ১২ টাকা কেজিতে নামে মাত্র মূল্যে সরবরাহ করা হবে।”
২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও মহানগর ও বন্দর থানা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।