রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
Led05সদর

খানপুরে ৬ যুবক আটক, ইয়াবা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ শুক্রবার রাতে এক সাঁড়াশি অভিযানে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকাসহ ছয়জন মাদক কারবারিকে আটক করেছে। তাদের কাছ থেকে মাদক বিক্রির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১১টায় খানপুর সরদারপাড়া এলাকার দরদী হাউজিং গলিপথের একটি ভাড়া বাসায় এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো- নাসিম বিল্লাহ ওরফে নাসিম (৩৪), মো. সাঈদ (২৩), মো: সাইদুল ইসলাম (২৩), মো: রাজীব (২৭), মো: সাগর (২৫) এবং মো: রমজান হোসেন (৩২)। তাদের মধ্যে কয়েকজনের স্থায়ী ঠিকানা ফরিদপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরিশালে হলেও তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে অবস্থান করে মাদক ব্যবসা পরিচালনা করছিল।

আটককৃতদের হেফাজত থেকে মোট ১২২ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৬ হাজার ৬০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা, ছয়টি স্বচ্ছ পলি জিপার এবং দুটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখা, অর্থের যোগান দেওয়া এবং মাদক বিক্রয়ের মাধ্যমে সক্রিয় ছিল। এই ঘটনায় আটককৃত ছয়জনসহ আরও দুইজন পলাতক আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email