রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
পরিবহন

দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি গাড়িচালকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: এডিসি

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটি সুদীর্ঘ পথচলায় ঐক্য ও অঙ্গীকারের প্রথম বছর পূর্ণ করলো। এ উপলক্ষে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের হিমালয় চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য “১ম বর্ষ উৎসব, শপথ বাক্য, সম্মাননা প্রদান ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির প্রতিষ্ঠাতা সংগ্রামী সভাপতি মো. মুকবিল হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জলিল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি তরিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব লোকমান আহাম্মদ, এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. কামরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সকল সদস্যকে সত্য, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকার শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. ইসহাক কবির। প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. আলমগীর হুসাইন তাঁর বক্তব্যে বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি গাড়িচালকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি এই সমিতির ঐক্য ও প্রথম বর্ষপূর্তিতে অভিনন্দন জানাই। আপনাদের সেবা আমরা প্রতিদিন কাজের শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে থাকি।” তিনি আরও বলেন যে, অতি শীঘ্রই গাড়িচালকদের জন্য একটি রুমের ব্যবস্থা করা হবে এবং তাদের ন্যায্য দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

সভাপতির বক্তব্যে মো. মুকবিল হোসেন বলেন, এই সমিতি সরকারি গাড়িচালকদের অধিকার আদায় ও কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. হুমায়ুন কবির। বক্তারা সরকারি গাড়িচালকদের বিভিন্ন সমস্যা নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন। সমিতির সদস্যরা জানান, ১৯৬৩ সাল থেকে সরকারি অনুমোদন থাকলেও নারায়ণগঞ্জে এতদিন কোনো কমিটি ছিল না। বর্তমান সভাপতি ও সদস্যদের প্রচেষ্টায় ১৯ অক্টোবর ২০২৪ থেকে আজ ১৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত এক বছর পূর্ণ হলো।

অনুষ্ঠানে বদলিজনিত কারণে হাবিবুর রহমান সুজনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া দক্ষ সংগঠক হিসেবে মো. শফিউল আলম, মিজানুর রহমান, দেওয়ান মো. মোশারফ হোসেন এবং মো. আনোয়ার হোসেনকে শুভেচ্ছা স্মারক ও সাংগঠনিক স্মারক প্রদান করা হয়।

সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মো. শফিউল আলম, সহ-সভাপতি মো. মোশারফ হোসেনসহ নারায়ণগঞ্জ সরকারি গাড়িচালক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email