রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
Led05সদর

মন্ডলপাড়ায় যুবক আটক, ইয়াবা জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সদর থানাধীন মন্ডল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. অহিদুল ইসলাম ওরফে জাফর (২৬)। তার বাবার নাম মফছের আকন এবং মায়ের নাম নাছিমা বেগম। তার স্থায়ী ঠিকানা বরিশালের মুলাদী থানার চরপোদ্দা আকন বাড়ী হলেও বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানাধীন নিউ জিমখানা কলোনীতে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ মন্ডল পাড়া মাইক্রো স্ট্যান্ডের পশ্চিম পাশে, নতুন জিমখানার উত্তর পাশের কর্নারে লেকপাড়ের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য ইয়াবা বিক্রির সময় হাতেনাতে মো. অহিদুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে মোট ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে সদর মডেল থানা সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email