শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
Led03রাজনীতি

শেখ মুজিবুর থেকে শেখ হাসিনা যতবারই ক্ষমতায় এসেছে, গণতন্ত্রকে হত্যা করেছে: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা অন্তর্গত ১৬ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা’ কর্মসূচির বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের মন্ডলপাড়ায় ১৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। তিনি মূলত নেতা-কর্মীদের উদ্দেশ্যে এই ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন।

এড. আবু আল ইউসুফ খান টিপু ১৬ নং ওয়ার্ডের নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশ দিয়ে বলেন, “আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। সকাল থেকে রাত পর্যন্ত ওয়ার্ড ও ইউনিয়নের প্রতিটি নেতাকর্মী যেন জনগণের সঙ্গে মিশে থাকেন, তাদের দুঃখ-কষ্ট ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন।”

তিনি আগামী নির্বাচন সামনে রেখে দলকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে জননেতা তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা। এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষ কীভাবে উপকৃত হবে তা আপনাদের প্রত্যেককে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।”

তিনি নেতা-কর্মীদের নির্দেশ দেন যে, তারা যেন মানুষের ঘরে ঘরে গিয়ে লিফলেট পৌঁছান এবং ব্যাখ্যা করেন এই ৩১ দফার মাধ্যমে কীভাবে দেশে প্রকৃত গণতন্ত্র, ন্যায়বিচার, ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে, তিনি ৩১ দফার অন্তর্গত ‘হেলথ কার্ড’ এবং নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ‘ফ্যামিলি কার্ড’ এর কথা উল্লেখ করেন। তিনি বলেন, “এই কার্ডের মাধ্যমে প্রত্যেক নারী মূল্যায়িত হবেন, আর অবহেলিত কেউ আর পিছিয়ে থাকবে না।”

এড. টিপু আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই এই দেশে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা মানুষকে গুম ও খুন করেছে, সাংবাদিকদের লেখনী বন্ধ করে দিয়েছে, এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছে।” তিনি আরও বলেন, “আমরা সেই অন্ধকার থেকে দেশকে মুক্ত করতে চাই। জনগণের শক্তিতে, ঐক্যের জোরে, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।”

আলোচনা সভার পর মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতা-কর্মীরা শ্লোগানে শ্লোগানে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাশিদা জামাল ও ডা. মজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু সহ ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email