শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
Led05অর্থনীতিসদর

মিরপুরে অগ্নিকাণ্ডে না.গঞ্জে শ্রমিকদের বিক্ষোভ: ‘শ্রমিক হত্যা সংখ্যা নয়, প্রাণ’

লাইভ নারায়ণগঞ্জ: যে কারখানায় শ্রমিকের জীবন কেবল একটি ‘সংখ্যা’ হিসেবে গণ্য হয়, সেখানে কোনো অগ্নিকাণ্ডই নিছক দুর্ঘটনা নয়—তা ধারাবাহিক ‘কাঠামোগত হত্যাকাণ্ড’। মিরপুরে আনোয়ার ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ জন শ্রমিকের নির্মম মৃত্যুর পর এই তীব্র ক্ষোভ ও প্রতিবাদ নিয়েই আজ নারায়ণগঞ্জের রাজপথে নেমেছিলেন পোশাক শ্রমিকরা। নিহতদের পরিবারকে আজীবন আয়ের দ্বিগুণ ক্ষতিপূরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক গার্মেন্টস্ শ্রমিক আন্দোলন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক গার্মেন্টস্ শ্রমিক আন্দোলনের সমন্বয়কারী এবং শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি, শ্রমিক নেতা অঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মিরপুরের আনোয়ার ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১৯ জন শ্রমিকের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি ধারাবাহিক কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার। এর জন্য যেমন মালিকপক্ষ দায়ী, তেমনি দায়ী সরকার ও সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানসমূহ।

সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক, বাংলাদেশ ট্রাষ্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা এফ এম আবু সাঈদ, গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল আল মামুন, জেসমিন আক্তার, মো. রবিন, সবুজ মৃধা, রনি শেখ সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

শ্রমিক নেতারা অবিলম্বে গার্মেন্টস মালিক এবং দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্ণধারদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে, ক্ষতিপূরণ ও চিকিৎসার বিষয়ে তাঁরা বেশ কিছু কঠোর দাবি তোলেন, নিহতদের পরিবারকে আজীবন আয়ের দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে। আহত শ্রমিকদের সরকারি খরচে আজীবন উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাজরীন, সেজান জুস, স্পেকট্রামসহ সকল শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

গণতান্ত্রিক গার্মেন্টস্ শ্রমিক আন্দোলন হুশিয়ারি দিয়েছে, শ্রমিকদের মৌলিক অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

RSS
Follow by Email