জাকির খান হাসপাতালে, না.গঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জনপ্রিয় বিএনপি নেতা জাকির খান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলার গণমানুষের কাছে নেতা হিসেবে পরিচিত এই রাজনীতিবিদ দ্রুত আরোগ্যের জন্য নারায়ণগঞ্জবাসী ও দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি গণমাধ্যমকে বলেন, “নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জননেতা জাকির খান বর্তমানে শারীরিক ভাবে অসুস্থ। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আবারো জনগণের মাঝে ফিরে আসার সুযোগ দেন।”
দলের নেতাকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে তার জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।