সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান
লাইভ নারায়ণগঞ্জ: রাষ্ট্রীয় সম্পদের অপচয়কারী এবং জনস্বার্থবিরোধী চক্রের বিরুদ্ধে ‘শুদ্ধি অভিযান’ চালিয়েছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে যারা সাধারণ গ্রাহকদের ভোগান্তিতে ফেলছিল, তাদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি ও সরদারবাড়ি এলাকায় এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এই অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। তাকে সহায়তা করে তিতাস গ্যাসের জল, অবৈধ সংযোগ ও বিআরটিএ অপারেশন (জোবিঅ) নারায়ণগঞ্জ টিম।
অভিযান চলাকালে বিভিন্ন শিল্প কারখানা ও আবাসিক ভবনে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগের কারণে দুটি শিল্প কারখানাকে জরিমানা করা হয় মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা।
আয়ান স্টিল কিং (খানাটুলি কারখানা): এই কারখানায় দুটি হিট চেম্বারে (মোট ৫০০ ঘনফুট) অবৈধ গ্যাস ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। রক্স টাইগার (কয়েল কারখানা): এই কারখানায় দুটি হিট চেম্বারে (মোট ৬০০ ঘনফুট) অবৈধ গ্যাস ব্যবহার করায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া, একটি আবাসিক বাড়িতে ৫৪টি ডাবল বার্নারের (আনুমানিক ১,১৩৪ ঘনফুট) অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মালিকপক্ষ অনুপস্থিত থাকায় জরিমানা করা সম্ভব হয়নি।
সবমিলিয়ে, দুটি শিল্প কারখানা এবং আবাসিক বাড়ি মিলিয়ে প্রায় ২,২৩৪ ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে উৎস লাইন থেকে সম্পূর্ণভাবে কিলিং করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ছিল প্রায় ১৫০ ফুট হুজ পাইপ, দুটি গ্যাস টানার মেশিন এবং কয়েকটি বার্নার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা বলেন, “অবৈধভাবে গ্যাস ব্যবহার করা রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং জনস্বার্থবিরোধী কার্যক্রম। এসব অবৈধ সংযোগের কারণে সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে তিতাস গ্যাসের টেকনিক্যাল টিম, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।