আড়াইহাজারে এইচএসসিতে পাসের হার ৪৫.১৩ শতাংশ
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। এইচএসসি (সাধারণ) ধারায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫.১৩ শতাংশ। মোট ২,১৬০ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৭৫ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আছিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফলের এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।
এই ধারা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন শিক্ষার্থী। তবে আশার কথা, আলিম পরীক্ষায় এই উপজেলা থেকে পাসের হার ছিল ৯১.৪৫ শতাংশ, যা জেলার মধ্যে সর্বোচ্চ। এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মান ধরে রাখতে সক্ষম হয়েছে আড়াইহাজার।
