শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
শিক্ষাসদর

সদর উপজেলায় এইচএসসিতে সাফল্য ধরে রাখলেও আলিমে বাজিমাত

লাইভ নারায়ণগঞ্জ: জেলার সার্বিক ফল বিপর্যয়ের মাঝেও নারায়ণগঞ্জ সদর উপজেলা তাদের এইচএসসি পরীক্ষার ফলাফলে কিছুটা সাফল্য ধরে রেখেছে। এইচএসসি (সাধারণ) ধারায় সদর উপজেলায় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৭ শতাংশ। মোট ১১ হাজার ৯৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৪৫৮ জন উত্তীর্ণ হয়েছে। এই ধারাতেই ২২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আছিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফলের এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।

তবে, সদর উপজেলার সবচেয়ে উজ্জ্বল দিক ছিল আলিম পরীক্ষা। আলিমে এই উপজেলা থেকে পাসের হার ছিল ৮৭.৯৩ শতাংশ, যা জেলার মধ্যে অন্যতম সেরা। মোট ৩১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। ভোকেশনালেও পাসের হার ছিল ৭৮.৯৭ শতাংশ।

RSS
Follow by Email