শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
Led01শিক্ষা

না.গঞ্জে এইচএসসি’র ফল প্রকাশ: পাসের হারে বড় পতন, জিপিএ-৫ পেল ৩২১ জন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পরীক্ষার ফলাফল মানেই একদল শিক্ষার্থীর হাসিমাখা মুখ, অন্যদলের নিরব কষ্ট। কিন্তু যখন সামগ্রিক ফলাফলের চিত্র হতাশাজনক হয়, তখন সেই হাসি ম্লান হয়ে যায় পুরো শিক্ষা পরিবারের। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার সম্মিলিত ফলাফলে এবার ঠিক তেমনই এক ‘মিশ্র চিত্র’ নয়, বরং ‘বড় ধাক্কা’র মুখে পড়েছে নারায়ণগঞ্জ জেলা।

জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রেরিত পরিসংখ্যান অনুযায়ী, তিনটি ধারায় মোট ২৩ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ১২ হাজার ৪০০ জন। সব মিলিয়ে জেলার পাসের হার দাঁড়িয়েছে ৫৩.৫৩ শতাংশ, যা জেলার শিক্ষাব্যবস্থার জন্য এক ‘বিবেচ্য’ ফল। গত বছরের তুলনায় পাসের হার নিম্নমুখী হওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ (গোল্ডেন/সাধারণ) অর্জন করেছে মোট ৩২১ জন শিক্ষার্থী।

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আছিকুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদন অনুযায়ী, সাধারণ ধারার এইচএসসিতে সাফল্য তুলনামূলকভাবে ভালো হলেও অন্যান্য ধারায় তা কিছুটা কম।

এইচএসসি (সাধারণ): সাধারণ ধারার এইচএসসিতে পাসের হার দাঁড়িয়েছে ৫২.১৭ শতাংশ। মোট ২১,৭৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১,৩৬১ জন। এই ধারা থেকেই জেলার মোট জিপিএ-৫ প্রাপ্তির সিংহভাগ এসেছে, যেখানে ২৮৬ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফল অর্জন করেছে। তবে, এই হার জেলার প্রত্যাশিত মানের চেয়ে বেশ নিচে।

আলিম: মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অবশ্য জেলার চিত্র ছিল উল্টো। এই ধারায় পাসের হার ছিল চমৎকার, ৮০.৫০ শতাংশ। মোট ৯১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৩৫ জন। আলিমে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন শিক্ষার্থী।

এইচএসসি (ভোকেশনাল): কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল)-এ পাসের হার ছিল ৬৪ শতাংশ। মোট ৪৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩০৪ জন। তবে এই ধারায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল সর্বনিম্ন— মাত্র ০২ জন।

এইচএসসি (সাধারণ) ধারার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, পাসের হারে উপজেলার মধ্যে সদর উপজেলা (৬২.২৭%) শীর্ষে থাকলেও, বাকি চারটি উপজেলাতেই পাসের হারে বড়সড় পতন লক্ষ্য করা গেছে।

বিশেষ করে, সোনারগাঁ (৩৫.০৪%) এবং বন্দর (৩৬.৫৬%) উপজেলায় পাসের হার উদ্বেগজনকভাবে কম। আড়াইহাজার উপজেলায় এই হার ৪৫.১৩ শতাংশ এবং রূপগঞ্জে ৪৩.৫১ শতাংশ। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এত কম পাসের হার জেলার সামগ্রিক মান নিয়ে প্রশ্ন তুলবে।

RSS
Follow by Email