শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
Led04আড়াইহাজার

আড়াইহাজারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বৃদ্ধের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. বাতেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নে সংঘর্ষের পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতগাঁও ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন বাতেনকে কুপিয়ে গুরুতর আহত করে। তাৎক্ষণিকভাবে বাতেনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, সাতগাঁও ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় একজন ঢাকা মেডিক্যালে মারা গেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বলে তিনি জানান।

RSS
Follow by Email