বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
Led03রাজনীতি

শুধু উন্নয়ন নয়, আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি-পারস্পরিক শ্রদ্ধাবোধ: মাসুদুজ্জামান

লাইভ নারায়ণগঞ্জ: “তরুণদের চোখেই আমরা দেখতে চাই আগামীর নতুন নারায়ণগঞ্জ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে আজ এক ব্যতিক্রমী উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেনারেশন-জেড (জেন-জি) প্রজন্মের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘তারুণ্যের ভাবনায় নতুন নারায়ণগঞ্জ’ শীর্ষক এই আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম নেতা, বিশিষ্ট সমাজসেবক ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।

সভায় তরুণদের প্রশ্নের জবাবে মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জকে মাদকমুক্ত, আধুনিক ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেন।

তরুণ সমাজকে মূল কেন্দ্রে রেখে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “তরুণরাই জাতির ভবিষ্যৎ। কিন্তু আজ তারা মাদক, কিশোর গ্যাং, বেকারত্ব ও হতাশায় জর্জরিত। আমি চাই একটি মাদকমুক্ত, কর্মমুখী ও সৃজনশীল তরুণ সমাজ গড়ে তুলতে।”

তিনি নারায়ণগঞ্জকে আধুনিক শিক্ষা, কর্মসংস্থান ও সংস্কৃতির কেন্দ্রে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন এবং একাধিক যুগান্তকারী উদ্যোগের ঘোষণা দেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ স্থাপন, নারায়ণগঞ্জ হেলথ কার্ড, ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোরেল এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা, ডাবল রেললাইন ও শিল্পবাহী যানবাহনের জন্য পৃথক রুট বাস্তবায়ন। নদীপথ পুনরুদ্ধার ও নদীভিত্তিক পর্যটন, প্রতিটি থানায় সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার স্থাপন। তরুণদের জন্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও স্পোর্টস কমপ্লেক্স, নারীদের জন্য সেফ জোন ও হেল্পলাইন চালু।

মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, “শুধু উন্নয়ন নয়, আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রেখে একটি বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে। এটাই হবে আমাদের তরুণদের জন্য গর্বের শহর।”

অনুষ্ঠানে বিবি মরিয়ম হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ, জুলাই আন্দোলনে চোখ হারানো বীর যোদ্ধা মো. মাহবুব আলম এবং দলিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি সনু রানী দাস বক্তব্য রাখেন।

রাজনৈতিক অঙ্গন থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তরুণদের সরাসরি মতামত ও প্রশ্নের ভিত্তিতে গড়ে ওঠা এই ব্যতিক্রমী আয়োজনকে ছাত্রছাত্রীরা স্বাগত জানায় এবং আগামীর নারায়ণগঞ্জ গঠনে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

RSS
Follow by Email