বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: ইলিশের প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। আড়াইহাজার উপজেলার মেঘনা নদীর বিশনন্দী, দয়াকান্দা, চৈতেনকান্দা, খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকা জুড়ে চলে এই বিশেষ অভিযান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানকালে উদ্ধার হওয়া ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। তবে অভিযানের সময় জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। তিনি হুঁশিয়ারি দেন, “কেউ আইন অমান্য করে ইলিশ আহরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মল্লিকা রানী মন্ডল, আড়াইহাজার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার এবং খাগকান্দা নৌ পুলিশের একটি টিম।

RSS
Follow by Email