বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
রাজনীতি

৫ দফা দাবিতে বুধবার ইসলামী আন্দোলনের মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ৫ দফা দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আগামীকাল ১৪ অক্টোবর (বুধবার) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর নেতারা জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলুম-নির্যাতন এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দাবিতে তারা এই কর্মসূচি পালন করবেন।

তাদের মূল ৫ দফা দাবিগুলো হলো, জুলাই সনদ বাস্তবায়ন: আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা। পিআর পদ্ধতি চালু: আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে ‘পিআর পদ্ধতি’ চালু করা। লেভেল প্লেয়িং ফিল্ড: অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। জুলুমের বিচার: ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। নিষিদ্ধের দাবি: স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নেতা মুফতি মাসুম বিল্লাহ এই প্রসঙ্গে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। তিনি আগামীকালের মানববন্ধন সফল করতে দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে উদাত্ত আহ্বান জানিয়েছেন।

RSS
Follow by Email