সাংবাদিক শিপন আহমেদের ইন্তেকালে মাসুদুজ্জামানের শোক
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ, প্রখ্যাত ফটো সাংবাদিক ও দৈনিক খবরের পাতা-র চীফ ফটো সাংবাদিক শিপন আহমেদ (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোররাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, শিপন আহমেদ রাত আনুমানিক ২টায় নারায়ণগঞ্জ ইসলাম হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মরহুম শিপন আহমেদ দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সাংবাদিকতা জগতে একজন নিষ্ঠাবান, সৎ ও পেশাদার সাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সিনিয়র ফটো সাংবাদিক শিপন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ।
এক শোকবার্তায় তিনি বলেন, “শিপন আহমেদের অকাল মৃত্যু নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন দায়িত্বশীল, মানবিক ও সাহসী একজন চিত্রসাংবাদিক। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”
মাসুদুজ্জামান মাসুদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন।”