ডেঙ্গু আক্রান্ত ছাত্র ফেডারেশন নেত্রী নিসা
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী অর্থ সম্পাদক ছাত্রনেতা জান্নাতুল ফেরদৌস নিসা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি, নারায়ণগঞ্জে ডেঙ্গুর বিস্তার নিয়ে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে সংগঠনটি। একই সাথে মহামারি আকার ধারণ করা এই রোগ মোকাবিলায় জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান ও সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেন এক যৌথ বিবৃতিতে ডেঙ্গু আক্রান্ত ছাত্রনেতা জান্নাতুল ফেরদৌস নিসার দ্রুততম সময়ে সুস্থতা কামনা করেন।
যৌথ বিবৃতিতে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, “নারায়ণগঞ্জে মহামারি আকার ধারণ করা ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের গাফিলতি দৃঢ়ভাবে লক্ষ্য করা যায়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই বিষয়ে নারায়ণগঞ্জের সকলকে একত্রে প্রতিবাদ গড়ে তুলতে হবে।”
ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের সকল বাসিন্দার প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, “নিজের জায়গা থেকে সচেতন থাকুন ও সাবধানতা অবলম্বন করুন। বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখুন, জমে থাকা আবদ্ধ পানি ফেলে দিন। জ্বর বা অসুস্থতা অনুভব করলে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।”
তারা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, জনগণ সচেতন ও সক্রিয় হলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নারায়ণগঞ্জে মহামারী আকারে ছড়িয়ে পড়া ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।