বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
Led01Led02পরিবহন

পরিবহন হবে ‘সবুজ ছাতার’ নিচে: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: আর নয় যান্ত্রিকতা, এবার পরিবহন খাতে মানবিক শৃঙ্খলা। সড়ক দুর্ঘটনা রোধ এবং চালকদের পেশাগত চাপ কমানোর লক্ষ্য নিয়ে অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির অংশ হিসেবে জেলার পরিবহন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মীদের একটি নিরাপদ ‘সবুজ ছাতা’র নিচে নিয়ে আসার চেষ্টা করছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ বিআরটিএ-এর আয়োজনে সুপারভাইজার, চালক, কন্টাক্টর ও হেলপারদের‌ জন্য এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই পরিকল্পনার কথা জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমাদের প্রশাসনের যে ড্রাইভার আছে, তাদের নির্দিষ্ট কোনো সময় নেই। ফলে তাদের চাপ নিয়ে গাড়ি চালাতে হয়। এজন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, যাতে চাপমুক্ত থেকে গাড়ি চালাতে পারে।” তিনি চালকদের স্মরণ করিয়ে দেন, গাড়ি তাদের জীবিকার মূল উৎস, তাই গাড়ির ‘টাইম ওভার’ যেমন দেখা জরুরি, তেমনি শরীরের যত্নের মতোই গাড়িরও যত্ন নিতে হবে।

পেশাদার চালক ও হেলপারদের দক্ষতা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা রোধে আয়োজিত এই কর্মশালায় ট্রাফিক আইন, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। জেলা প্রশাসন, বিআরটিএ এবং গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আফম মুশিউর রহমান ও টিআই (প্রশাসন) মোঃ আব্দুল করিম শেখ। বক্তব্য রাখেন বাস মিনিবাস ও দূরপাল্লার বাস মালিক সমিতির সভাপতি রওশন আলী সরকারও।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চালক ও হেলপারদের মাঝে ইউনিফর্ম ও পরিচয়পত্রও বিতরণ করা হয়েছে।

RSS
Follow by Email