বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
Led05রাজনীতি

বন্দরে খোরশেদের গণসংযোগে নেতাকর্মীদের ঢল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ গতকাল বন্দরের ২১ ও ২২নং ওয়ার্ডে বিশাল মিছিল, গণসংযোগ এবং বিএনপির ঘোষিত ‘৩১ দফা’ সংবলিত লিফলেট বিতরণ করেছেন। বন্দর থানা ও উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তার এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি নিজেই স্লোগান ধরে নেতাকর্মীদের মিছিলে উজ্জীবিত করেন।

বন্দর খেয়াঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে রূপালী আবাসিক এলাকা ও শাহ মসজিদ এলাকা ঘুরে আবার খেয়াঘাটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নারায়ণগঞ্জ সদর আসনে মনোনয়ন প্রত্যাশী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বিএনপিকে একটি ‘রাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “শহীদ জিয়ার কর্মজীবন আমাদের সিলেবাস। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের শিক্ষক।”

তিনি জোর দিয়ে বলেন, এই প্রতিষ্ঠানে শত শত ছাত্র রয়েছে। শিক্ষকের মূল্যায়নে যারা উপযুক্ত বিবেচিত হবেন, তারাই জাতীয় নির্বাচন থেকে শুরু করে সব নির্বাচনে দলীয় প্রতিনিধিত্ব করবেন। তিনি দলীয় কোন্দল এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, “এখানে কাঁদা ছোড়াছুড়ি বা কোন্দলের কোনো সুযোগ নাই। নিজেদের লাভের জন্য দলকে যেন দুর্বল বা বিভক্ত না করে ফেলি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে।”

খোরশেদ নেতাকর্মীদের প্রতি ‘ভাইয়ে ভাইয়ে রেশারেশি’ এবং ‘কাদা ছোড়াছুড়ি’ বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা কোনো ভাইয়ের লোক হতে চাই না। আমরা সবাই বিএনপির লোক হতে চাই, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের লোক হতে চাই।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের বড় দল, অনেকেই মনোনয়ন প্রত্যাশী হতেই পারেন। কিন্তু শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষেই কাজ করবো। সর্বোপরি দল এবং ধানের শীষের জন্য কাজ করবো।”

কর্মীদের উদ্দেশ্যে তিনি বিগত ১৬ বছরে আন্দোলন-সংগ্রামে তাদের অবদানের প্রশংসা করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারেক রহমানের বার্তা তুলে ধরে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে অনেক হিসাব নিকাশ রয়েছে। তাই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করতে হবে। তিনি জেনারেশন-জেড (Gen Z) এর ১৫ শতাংশ ভোটারের কাছে দলের ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়ার জন্য সবাইকে মানুষের ঘরে ঘরে যাওয়ার তাগিদ দেন।

তিনি হুঁশিয়ারি দেন, “আমরাও যদি পতিত আওয়ামী লীগের মতো কাজ করি, তাহলে জনগণ যেমন তাদের ছুড়ে ফেলে দিয়েছে, তেমনি আমাদেরকেও ছুড়ে ফেলে দিতে সময় নিবে না।” তাই তিনি সকলকে নিজেদের গ্রুপিং থেকে বেরিয়ে এসে দলের জন্য কাজ করার এবং ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

RSS
Follow by Email