বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
Led05আড়াইহাজার

আড়াইহাজারে এক ব্যাক্তি আটক, গাঁজা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ন থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আফছার উদ্দীন (৫০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান পুলিশি তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ বিশনন্দী ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন পাকা রাস্তায় ওৎ পেতে ছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে আফছার উদ্দীনকে আটক করা হয়। তল্লাশির পর তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মাযহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা আফছার উদ্দীনকে হাতেনাতে আটক করি। এ সময় তার কাছ থেকে মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।”

গ্রেপ্তারকৃত আফছার উদ্দীন চৈতনকান্দা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনায় আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা কর্তৃপক্ষ জানিয়েছে।

RSS
Follow by Email