মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে শবনম অয়েল মিলসে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

লাইভ নারায়ণগঞ্জ: গভীর রাতে ভয়াবহ আগুনে চাঞ্চল্য ছড়াল রূপগঞ্জের তারাব পৌরসভা এলাকায়। সোমবার (১৩ অক্টোবর) ভোররাত আনুমানিক সাড়ে ৩টায় রূপগঞ্জ থানাধীন শবনম ভেজিটেবল অয়েল মিলস লিমিটেডের তেল উৎপাদন প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার সম্মিলিত চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশন, কাঁচপুর ফায়ার স্টেশন এবং নারায়ণগঞ্জ জোন-২ থেকে মোট পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রূপগঞ্জ থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, ৩০০ মেট্রিক টনের ওয়েল রিফাইনারিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

শবনম ভেজিটেবল অয়েল মিলসের ম্যানেজার মেজর আশিকুর রহমান বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা নিরাপত্তাকর্মী ও ফায়ার সার্ভিসকে খবর দিই। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ শ্রমিক উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। কারখানাটিতে প্রায় ৩২০ জন কর্মী কর্মরত, যার মধ্যে ২৯০ জন পুরুষ শ্রমিক ও ১০ জন নারী শ্রমিক রয়েছেন।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

RSS
Follow by Email