মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
Led04আড়াইহাজার

প্রতিদিনের মতো সকালে হাঁটাটাই কাল হলো, সড়কে গেলো প্রাণ

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার পৌরসভায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে আড়াইহাজার পৌরসভার পায়রা চত্বর এলাকায় ঢাকা থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম মো. ছগির (৫৫)। সে আড়াইজাচার উপজেলার আতাদী এলাকার মৃত নঈম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শরীরচর্চার জন্য হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ছগির। আড়াইহাজার চৌরাস্তা পায়রা চত্বরে পৌঁছামাত্র ঢাকা মেট্রো ঘ-১৯-১১৮৪ নম্বরের সিলভার রঙের একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত ছগিরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাছির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালে প্রাইভেটকারের চাপায় ছগীর নামে একজন পথচারী নিহত হয়েছেন। যে গাড়িটি দুর্ঘটনা ঘটিয়েছে, সেটিকে আটক করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে দ্রুত গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে।”

RSS
Follow by Email