খানপুর হাসপাতালে র্যাব-প্রশাসনের সাঁড়াশি অভিযানে আটক ১৫
লাইভ নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিশেষ উদ্যোগ এবং জনস্বাস্থ্যের সুরক্ষার লক্ষ্যে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে পরিচালিত হলো এক বিশেষ অভিযান। র্যাব এবং জেলা প্রশাসনের এই যৌথ সাঁড়াশি অভিযানে হাসপাতাল চত্বর থেকে হাতেনাতে ১৫ জন দালালকে আটক করা হয়েছে। দালাল মুক্তকরণের এই কঠোর পদক্ষেপে সাধারণ রোগীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং সরকারি প্রতিষ্ঠানকে দালাল মুক্ত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এদিন দুপুরে হাসপাতালে এই আকস্মিক অভিযান শুরু হয়। গ্রেফতারকৃত ১৫ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ৮ জন মহিলা দালাল রয়েছেন।
গ্রেপ্তারকৃত পুরুষ দালালরা হলেন, সদর থানার থানপুরের মো. চিনু ইসলাম (৩৮); ফতুল্লা থানার কায়েম এলাকার সোমন মিয়া (২৫); ফতুল্লার তল্লা এলাকার কামরুল ইসলাম (৩০); সদর থানার খানপুরের মো. আলমগীর কবির (৪৫); একই এলাকার মো. মাসুম (৪০); মো. ফরিদ (২৫) এবং মো. রবিন (৩৮)।
আটককৃত মহিলা দালালদের মধ্যে রয়েছেন: বন্দর থানার মুকুলদী এলাকার শিউলি আক্তার (৩৫) ও মোছাঃ আম্বিয়া (৪৮); ফতুল্লার পঞ্চবটি এলাকার ফরিদা পারভীন (৫২); বন্দর থানার নবী গঞ্জ এলাকার রাজিয়া বেগম (৪৫) ও মোছাঃ রোখসানা (৫০); বন্দর থানার দাশের গাঁও এলাকার মোছা. শিউলি (৪০) (একই নামে দুইজন) এবং বন্দর থানার বালিপাড়া এলাকার মোছা. মাকছুদা (২৫)।
অভিযান শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাহসিন কবির গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, “আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের একটি অভিযান রয়েছে, প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানকে দালাল মুক্ত করা। তার অংশ হিসেবে আজকে আমরা নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এই অভিযান পরিচালনা করি।”
তিনি আরও নিশ্চিত করেন, “আজকের অভিযানে ৭ জন পুরুষ এবং ৮ জন মহিলা দালালকে গ্রেফতার করা হয়েছে। পুরুষদেরকে ৭ দিন করে এবং মহিলাদেরকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
সরকারি এই কর্মকর্তা দৃঢ়ভাবে জানান, দালালমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। দালালদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে নির্বিঘ্নে পৌঁছে দিতে সহায়ক হবে বলে মনে করছে সচেতন মহল।