সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
রাজনীতি

মুক্তিযোদ্ধাদের সাথে মাসুদুজ্জামানের মতবিনিময়

লাইভ নারায়ণগঞ্জ:
মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মাসুদুজ্জামান।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক ও সাবেক এমপি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণ, উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। এসময় মুক্তিযোদ্ধারা ব্যাবসায়ী মাসুদুজ্জামনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি নির্বচনের জন্য সমর্থন জানান।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে ব্যবসায়ী মাসুদুজ্জামান বলেন, আমি ব্যবসা নয়, দলে এসেছি সেবা করতে। অনেকে ব্যাক্তিগতভাবে পদকে ব্যাবহার করে। আমার দ্বারা সেটি সম্ভব না। আমি আমার উদ্দেশ্যে জানাচ্ছি, কাজ করছি। দল যদি মনে করে তাহলে মনোনয়ন দিলে কাজ করার সুযোগ হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জসিম উদ্দিন তোতা, সদর উপজেলা ইউনিটের আহ্বায়ক নূর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ বার কাউন্সিলের সভাপতি এড. হুমায়ুন সরকার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক এবং “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের সভাপতি নূরুদ্দীন আহমেদ।

RSS
Follow by Email