সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
Led06গণমাধ্যমফতুল্লা

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম, সম্পাদক মাসুম

সংবাদ বিজ্ঞপ্তি:
সংবাদিক আ. রহিমকে সভাপতি ও নিয়াজ মো. মাসুমকে সাধারণ সম্পাদক করে ফতুল্লা প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের হলরুমে দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে সেলিম মুন্সি (দৈনিক ক্যাপিটাল বিউজ), পিয়ার চাঁন (দৈনিক সচেতন), যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর) ও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আ. আলিম লিটন (দৈনিক অগ্রবাণী)।

এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে এমএ সুমন ( দৈনিক ইয়াদ), প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন (নারায়ণগঞ্জের খবর) ও সাংস্কৃতিক সম্পাদক মো. জসিমউদদীন (দৈনিক যায়যায়দিন) রয়েছেন ।

নবগটিত কমিটিতে কার্যকরি সদস্য হিসেবে আছেন, রিয়াদ মো. চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ), মো. রাশেদ (নারায়ণগঞ্জ মেইল) ও মো. আরিফ হোসেন (দৈনিক যুগের চিন্তা)।

RSS
Follow by Email