সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
Led03রাজনীতি

সুবিধাবাদী বা দালালরা যেন ঐক্যের বন্ধন নষ্ট করতে না পারে : টিপু

লাইভ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বিকেল চারটায় বন্দর ঘাট এলাকায় এ কর্মীসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, যদি আমরা রাজপথে থেকে গত ১৬ বছর নির্যাতিত হয়ে থাকি, যদি আমরা ত্যাগ স্বীকার করে থাকি, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে নেতৃত্ব আমরাই দেবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরাই দিবে। কোনো সুবিধাবাদী বা ফ্যাসিবাদের দালাল এখানে সুবিধা নিতে পারবে না। কারণ তারা যদি সংসদে যায়, তাহলে তারা কখনোই নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের পক্ষে কথা বলবে না।

তিনি আরও বলেন, আমি এই ২২নং ওয়ার্ডের নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা সুসংগঠিত থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এলাকাবাসীর দুঃখ–দুর্দশা বুঝার চেষ্টা করবেন, জনগণের পাশে দাঁড়াবেন। তারা কী চায়, তা উপলব্ধি করে আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন। কোনোভাবেই যেন আপনাদের ঐক্য নষ্ট না হয়, সেদিকে বিশেষ নজর রাখবেন।”

অ্যাডভোকেট টিপু আরও বলেন, কোনো সুবিধাবাদী বা দালাল যেন আপনাদের মধ্যে ঢুকে ঐক্যের বন্ধন নষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবেন। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ সামনে নির্বাচনে ত্যাগীদের জন্য ভালো কিছু প্রত্যাশা করছি। আমাদের জননেতা তারেক রহমান এবং মা-মাটি-মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন।

তিনি অতীতের প্রসঙ্গ তুলে বলেন, বিগত সময়ে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন কোনো মানুষ গুম বা নির্যাতনের শিকার হয়নি। কেউ বিনা অপরাধে বন্দী হয়নি, কোনো সাংবাদিককে কলম থামিয়ে রাখতে হয়নি। সাংবাদিকরা স্বাধীনভাবে লেখালেখি করেছেন, মতপ্রকাশের স্বাধীনতা ছিল। বিএনপি সরকার গণতন্ত্রকে টিকিয়ে রেখেছিল এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছিল।

অ্যাডভোকেট টিপু বলেন, অন্যদিকে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, গুম–খুন ও নির্যাতনের রাজনীতি চালু করেছে। একনায়কতন্ত্রের মাধ্যমে দেশটাকে আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।

পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।

সভায় সভাপতিত্ব করেন ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবুদাস, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাসেল বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির শাহেন শাহ আহমেদ, ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল খান বাবু, ২২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, এবং মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু প্রমুখ।

RSS
Follow by Email