সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

পল্লবীর আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি না.গঞ্জে আটক

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ঢাকার পল্লবী থানায় দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব-১১। ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করা, অপহরণের অভিযোগ এবং জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। আটককৃত আসামি রুহুল মিয়ার বিরুদ্ধে সিলেটের একটি হত্যা মামলা থাকার তথ্যও উঠে এসেছে।

র‍্যাব-১১ নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে এই মামলার প্রধান আসামি রুহুল মিয়া (৪৫)-কে আটকের জন্য অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ও আটককৃত আসামি রুহুল মিয়া ঢাকার পল্লবীর একই এলাকার বাসিন্দা। রুহুল মিয়া বিভিন্ন সময় ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত এবং প্রস্তাবে রাজি না হলে অপহরণ করে নিয়ে যাওয়ার ভয় দেখাত। ভিকটিম বিষয়টি তার বাবা-মাকে জানালে তারা রুহুল মিয়াকে সতর্ক করেন। কিন্তু আসামি তাতে কর্ণপাত না করে উত্ত্যক্তের মাত্রা আরও বাড়াতে থাকে।

গত ৩ মার্চ দুপুর আনুমানিক ১২টার সময় ভিকটিম বাসা থেকে বের হয়ে পল্লবী থানাধীন-সেকশন-৬, ব্লক-ডি, রোড-২০ এর সামনে পৌঁছালে আসামি রুহুল মিয়া তার অন্যান্য সহযোগীদের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে জোরপূর্বক একটি সিএনজিতে উঠিয়ে অপহরণের অভিযোগ ওঠে। এরপর রুহুল মিয়া ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটক রেখে ভয়-ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়। এই প্রেক্ষিতেই ভিকটিম বাদী হয়ে ডিএমপি, ঢাকার পল্লবী থানায় মামলাটি দায়ের করেন।

র‍্যাব-১১ জানিয়েছে, আটককৃত আসামি রুহুল মিয়ার বিরুদ্ধে সিলেট জেলার বালাগঞ্জ থানায় ২০১৮ সালের একটি হত্যা মামলা রয়েছে। তৎকালীন সময়ে হত্যার পরপরই রুহুল মিয়া নিজ এলাকা থেকে পালিয়ে দীর্ঘ ৭ বছর ধরে ঢাকার পল্লবীতে আত্মগোপন করেছিলেন। আটককৃত আসামি রুহুল মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি, ঢাকার পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email