সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
Led03Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে যুবক আটক, ৩ কেজি গাঁজা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁও থানা পুলিশ এক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে আটক করেছে। আটককৃত ব্যক্তি মাদকদ্রারি বলে দাবি করেছে পুলিশ। তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় সোনারগাঁও আষাড়িয়ারচর মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রোডে।

আটককৃতর নাম মো. আহাদ আহম্মেদ জিসান (২৩)। সে কুমিল্লা বুড়িচং পাহাড়পুর মাস্টারবাড়ী এলাকার মো. নাসির আহম্মেদের ছেলে।

সোনারগাঁও থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ সামরুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত পুলিশ চেকপোস্টে বিভিন্ন যানবাহন ও ব্যক্তিকে তল্লাশি করছিলেন। এ সময় কুমিল্লা দিক থেকে ঢাকাগামী ‘মিয়ামি পরিবহন’ (কুমিল্লা-ব-১১-০৩৪৯) বাসটি থামানো হয়।

পুলিশ জানায়, বাসটি থামানোর সাথে সাথেই একজন ব্যক্তি একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ হাতে নিয়ে দ্রুত বাস থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করে। তবে সংগীয় ফোর্সের সহায়তায় তাকে দ্রুত আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিজের হেফাজতে মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ (রোববার, ১২ অক্টোবর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RSS
Follow by Email