সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ডিসি বরাবর জামায়াতের স্মারকলিপি

# মানুষের জীবনদান আমরা ব্যর্থ হতে দিতে পারি না: মইনুদ্দিন
# জুলাই সনদকে সংবিধানে আইনি ভিত্তি দিতে হবে: জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: জুলাই সনদ বাস্তবায়ন, পি আর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) দুপুরে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন, পি আর পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিবাদের বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করা পর্যন্ত কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠান অর্থবহ হবে না।

স্মারকলিপি প্রদানের আগে চাষাঢ়া শহীদ মিনারের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের দিকে রওয়ানা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের গেটেও আরেকটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাওলানা মইনুদ্দিন আহমাদ ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারসহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ।

মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই এবং জুলাই আন্দোলনে অসংখ্য মানুষের জীবনদান আমরা ব্যর্থ হতে দিতে পারি না। জনগণের প্রত্যাশাকে ধারণ করে একটি ন্যায়-ইনসাফ পূর্ণ, কল্যাণময় ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।

মাওলানা আবদুল জব্বার তার বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানে আইনি ভিত্তি দিতে হবে। সভাপতির বক্তব্যে মমিনুল হক সরকার পি আর পদ্ধতিতে নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

সমাবেশ শেষে জেলা ও মহানগরী নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও সেটির ওপর গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

RSS
Follow by Email