ফতুল্লায় র্যাবের জালে ৩ যুবক, গাঁজা-হেরোইন-ইয়াবা উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে ফতুল্লায় বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১। আটককৃতরা পেশাদার মাদক কারবারি বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। র্যাব-১১ একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ফতুল্লা দেওভোগ নুর মসজিদ এলাকায় মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে বর্ণিত স্থান থেকে আটককৃতদের কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, খোকন (৩৮), শাহীন (১৯), এবং নাজমুল (২৪)। তাদের মধ্যে খোকন ও শাহীন ফতুল্লার দেওভোগ নুর মসজিদ সংলগ্ন জুয়েল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত এই তিনজন দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফতুল্লা এলাকায় অবৈধ মাদকদ্রব্য—গাঁজা, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা নানা কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবৈধ মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।