সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
Led01Led02স্বাস্থ্য

৫ লক্ষাধিক শিশু-কিশোরকে টার্গেট করে টাইফয়েড টিকাদান শুরু

লাইভ নারায়ণগঞ্জ: অসুস্থতার আতঙ্ক দূর করে শিশুদের সুস্থ ভবিষ্যতের স্বপ্ন দেখাতে নারায়ণগঞ্জে শুরু হলো এক বিশাল স্বাস্থ্যযজ্ঞ। লক্ষ লক্ষ শিশু-কিশোরের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সরকারের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’। টাইফয়েডের মতো রোগ থেকে প্রজন্মকে নিরাপদ রাখতে এই উদ্যোগকে জেলার স্বাস্থ্য সুরক্ষার এক নতুন দিগন্ত হিসেবে দেখছেন সকলে।

রবিবার (১২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জনের আয়োজনে এই গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বাংলাদেশ সরকারের এই যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচের শিশু-কিশোররা এই টিকা পাবে। নারায়ণগঞ্জ জেলায় মোট ৫ লক্ষ ১ হাজার ৭২১ জনকে আগামী ১৮ দিনের মধ্যে টিকা দেওয়া হবে।”

জেলা প্রশাসক জোর দিয়ে বলেন, “একজনও যেন এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় সেদিকে কঠোর খেয়াল রাখতে হবে। কেউ যদি টাইফয়েড টিকা থেকে বঞ্চিত হয়ে ভবিষ্যতে টাইফয়েডে আক্রান্ত হয়, তাহলে সেই দায়িত্ব আমাদের উপর বর্তাবে।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের সন্তানদের দক্ষ ও সুস্থ সবল হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই যারা আমাদের দেশের সম্পদে পরিণত হবে তারা যেন কোনোভাবেই রোগে আক্রান্ত না হয়।” জেলা প্রশাসক জানান, কোনো শিশু যদি কোনো কারণে বাদ পড়ে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। স্বাস্থ্য কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

RSS
Follow by Email