রবিবার, অক্টোবর ১২, ২০২৫
রাজনীতি

মশা নিধনে কার্যকর পদক্ষেপ ও ডেডিকেটেড হাসপাতালের দাবি বাসদ’র

লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু ও চিকনগুনিয়ার ভয়াবহ প্রকোপ মোকাবিলায় মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া, বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা এবং নারায়ণগঞ্জে ডেডিকেটেড হাসপাতাল স্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শনিবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় ২ নং রেল গেইট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তারা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের ঘাটতি নিয়ে তীব্র সমালোচনা করেন।

নেতৃবৃন্দ বলেন, গত এক দশক ধরে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ বাড়লেও এবছর এর মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন মানুষ মরছে, কিন্তু এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই।

বক্তারা অভিযোগ করেন, ডেঙ্গু চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে যে ধরনের আয়োজন থাকা দরকার, তা নেই। চিকিৎসার ব্যয়ভার অধিক হওয়ায় অনেকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। তাঁরা আরও বলেন, “সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে বেড়েই চলছে মৃতের সংখ্যা। মশা নিধনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বাজেট থাকলেও তা যথাযথভাবে ব্যয় হচ্ছে না।”

তাঁরা উল্লেখ করেন, নারায়ণগঞ্জের দুটি সরকারি হাসপাতালে চিকিৎসার আয়োজন খুবই অপ্রতুল, ফলে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। এক্ষেত্রে সিভিল সার্জন, জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। মাঝেমধ্যে নাসিক ফগার মেশিন দিয়ে যে ওষুধ দেয়, তার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ দ্রুত তিন দফা দাবি বাস্তবায়নের জন্য নাসিক, সিভিল সার্জন ও জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। দাবিগুলো হলো, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ডেঙ্গু পরীক্ষা, ঔষধ এবং চিকিৎসা বিনামূল্যে দিতে হবে। নারায়ণগঞ্জে উন্নত চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থা করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম।

RSS
Follow by Email