বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

লাইভ নারায়ণগঞ্জ: দ্রুতগামী ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

ফতুল্লার ভোলাইল কেন্দ্রীয় মসজিদের সামনে দুর্ঘটনার পর বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত কলেজ ছাত্রের নাম আবু তাহের তন্ময় (১৬)।  সে ফতুল্লা থানা শান্তিনগর এলাকার মো. সম্রাটের সন্তান। নারায়ণগঞ্জ মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

তন্ময়কে নিয়ে আসা মো. মহসিন জানান, তন্ময় বিকেল ৫টায় প্রাইভেট কোচিং শেষে হেঁটে বাসায় ফেরার পথে ফতুল্লা ভোলাইল কেন্দ্রীয় মসজিদের সামনে যাওয়া মাত্রই দ্রুতগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে গেলে আমরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

RSS
Follow by Email