না.গঞ্জ একটি ব্যবসায়ী জোন, আবারও প্রমাণিত হলো: মোহাম্মদ হাতেম
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জকে দেশের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী অঞ্চল হিসেবে উল্লেখ করে ভিভো মোবাইল কোম্পানির ফ্লাগশিপ স্টোর উদ্বোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ৪টায় নারায়ণগঞ্জ ফ্লাগশিপ সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মোহাম্মদ হাতেম বলেন, “ভিভো কোম্পানী এই বড় ষ্টোরটি নারায়ণগঞ্জের অঞ্চলে উদ্যোগকে স্বাগত জানায়। উদ্বোধনের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর জন্য ভিভো মোবাইল ও প্রয়োজনীয় পণ্য ক্রয় ও সার্ভিসের সুবিধা আসলে চমৎকার সিদ্ধান্ত।” তিনি জোর দিয়ে বলেন, “নারায়ণগঞ্জ একটি ব্যবসায়ী জোন, ভিভো এমন ফ্লাগশিপ সেন্টার উদ্বোধনে আবারো প্রমাণিত হলো।”
ফ্লাগশিপ স্টোরটির পক্ষ থেকে মিশু সরকার অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এই স্টোরে স্মার্ট মোবাইল, স্মার্ট ওয়াচ ও হেড ফোন সহ সকল সরঞ্জাম বিক্রি ও ওয়ারেন্টি সার্ভিস দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি হুমায়ূন কবির, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহবায়ক ফতেহ আলী রেজা রিপন, যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নাসিকের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহবায়ক আহম্মেদুর রহমান তনু, ফকির গ্রæপের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফকির মাশরিকুজ্জামান, নীট কনর্সান গ্রæপের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সৈকত নীটওয়্যার এমডি সৈকত হোসেন, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুস সালেকিন, মঞ্জুর সরদার, শমসের সরদার, জাসাস কেন্দ্রীয় সহ-সভাপতি আনিসুর ইসলাম সানি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, ইন্ডিপেন্ডেট নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান উল রাকিব, মোহনা টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমির ইসলাম প্রমুখ।