কাশিপুরে কাজ করতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ঘরের চালে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোসাম্মৎ লায়লা (৩০)। সে কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকার মৃত রব মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে লায়লা নিজ ঘরের চালের ওপর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছটফট করতে থাকেন। তাঁর চিৎকার শুনে দ্রুত প্রতিবেশী দুজন ব্যক্তি ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। তাঁরা দ্রুত লায়লাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসেন।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, “এ ধরনের কোনো খবর এখনো আমরা পাইনি। পরিবার লিখিতভাবে জানালে বা অভিযোগ দিলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।” লায়লার পরিবার এ বিষয়ে এখনো কোনো আইনি পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে।