শনিবার, অক্টোবর ১১, ২০২৫
Led01রূপগঞ্জ

নিম্ন ও মধ্য আয়ের মানুষ এখনো স্বাস্থ্য সচেতন নয়: সচিব জাহেদী

লাইভ নারায়ণগঞ্জ: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে রূপগঞ্জের তারাব পৌরসভায় পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (আরবান প্রাইমারি হেলথ প্রকল্প) পরিদর্শন করেছে এডিবির একটি প্রতিনিধি দল। পৌরসভায় নামমাত্র মূল্যে নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

শুক্রবার (১০ আগস্ট) সকালে এডিবির প্রতিনিধি দলটি প্রকল্পের আওতাধীন থাকা দুইটি নগর স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তারাব পৌরসভা মিলনায়তনে পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তারা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী।

প্রধান অতিথির বক্তব্যে সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী তারাব পৌরসভার উদ্যোগের প্রশংসা করে বলেন, “আমাদের দেশে মফস্বল ও গ্রামে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ এখনো স্বাস্থ্য সচেতন নয়। তারাব পৌরসভায় অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে। এসকল শিল্প কারখানার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ এডিবির অর্থায়নে করা নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে নামমাত্র মূল্যে সেবা পাচ্ছে।”

তিনি আরও বলেন, আরবান প্রাইমারি হেলথ প্রকল্পটি সারাদেশে চালু করা গেলে নিম্ন আয়ের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপান এডিবির নির্বাহী পরিচালক সিজিও সিমিজো এবং এডিবির কান্ট্রি পরিচালক হো ইয়ান জিয়োং স্টিভ। এডিবির প্রতিনিধি দল তারাব পৌরসভার নগর স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন তারাব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। দেশের শিল্পাঞ্চলে দরিদ্র ও শ্রমিক শ্রেণির মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারাব পৌরসভার এই মডেল প্রকল্পটিকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

RSS
Follow by Email