যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: আকবর
লাইভ নারায়ণগঞ্জ: মাদকসহ নানা সামাজিক অপরাধে যুবসমাজের জড়িয়ে পড়ার প্রবণতা রুখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে এবং শরীর ও মনকে সতেজ রাখে—এমন মন্তব্য করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের বাগমারা ড্রেজার বালুর মাঠে ৩নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি শটবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন যুবসমাজের চলমান অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “যুব সমাজ মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, “খেলাধুলার সাথে জড়িত থাকলে মাদক থেকে দূরে থাকা যায়, খেলাধুলার সাথে জড়িত থাকলে শরীর ও মন ভালো থাকে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
৩নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীদের এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি যুবকদের প্রতি আহ্বান জানান, “আপনারা বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করবেন আর মাদককে না বলবেন। সমাজের ভালো কাজগুলো করবেন, আর মন্দ কাজ থেকে বিরত থাকবেন।” এ সময় তিনি এই ধরণের ইতিবাচক উদ্যোগে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনির সার্বিক পরিচালনায় এই টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
৩নং ওয়ার্ড বিএনপি: সহ-সভাপতি কাজী শাকিল, অর্থ-বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া প্রমুখ।
ছাত্রদল ও অন্যান্য: ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক রজব হাওলাদার ফাহিম, তোলারাম কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রহিত, এমডব্লিউ কলেজ ছাত্রদলের সভাপতি রেজওয়ান মাহামুদ রাফি, ৩নং ওয়ার্ড শ্রমিকদল নেতা আফজাল হোসেন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।