পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে: জব্বার
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার আসন্ন জাতীয় নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতেই করার এবং অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কঠোর দাবি জানিয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জে এক বিশাল গণমিছিল শেষে তিনি বলেন, “আজকে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে জুলাই সনদ বাস্তবায়নসহ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে। এদেশে যেনো আর কোনো অন্যায়, জুলুম, নির্যাতনে হাসিনার মতো ফ্যাসিজম না আসতে পারে।”
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, “আমরা বলতে চাই জুলাই সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে ছাত্র-জনতার উপর অন্যায়, জুলুম নির্যাতনের বিচার করতে হবে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। আমরা বার বার বলতে চাই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের কোনো বিকল্প নেই।” তিনি বর্তমান ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি ও জুলুমের বিচার দৃশ্যমান করারও দাবি জানান।