জাতিকে রক্ষার জন্য পিআর পদ্ধতির নির্বাচন প্রয়োজন: মাওলানা মঈনুদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেছেন, ছাত্র-গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনগণের আশাভঙ্গ হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশকে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার পরিবর্তে আবার বিভাজনের পথ বেছে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, বর্তমানে আমাদের প্রিয় মাতৃভূমি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্র-গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর এদেশের মানুষ আশা করেছিল রাজনৈতিকভাবে স্থিতিশীল এক বৈষম্যমুক্ত বাংলাদেশের। সাধারণ মানুষের প্রত্যাশা ছিলা চাঁদাবাজ, দুর্নীতিবাজমুক্ত ইনসাফের ভিত্তিতে গড়ে উঠা এক সূখী-সমৃদ্ধ বাংলাদেশের। জাতি আশা করেছিল সকল হানাহানি ও ভেদাভেদ ভুলে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট সরকার কর্তৃক লুন্ঠিত দেশকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলার কাজে ব্রতি হবে। কিন্তু জাতি হতাশ হয়ে দেখল দেশকে গড়ার পরিবর্তে আবার দ্বিধাবিভক্তির পথ বেছে নেয়া হলো। এ অবস্থা থেকে জাতিকে রক্ষা করতে হলে প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য এবং ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট তৈরীর পথ বন্দের জন্য প্রয়োজন পি আর পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠান।”
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর মুমিনুল হক সরকার বলেন, ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের লক্ষ্যে জামায়াত পাঁচ দফা দাবির আন্দোলনে নেমেছে।