বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
Led02রাজনীতি

সামনে কঠিন লড়াই আসছে, যা গত ১৬ বছরের চেয়েও ভয়াবহ: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দলের নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সামনে কঠিন লড়াই আসছে, যা গত ১৬ বছরের চেয়েও ভয়াবহ হতে পারে। তাই এখনই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে, সংগঠিত হতে এবং জনগণের সঙ্গে সংযোগ বাড়াতে হবে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদর থানা বিএনপির আওতাধীন গোগনগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে তিনি এই মন্তব্য করেন। সভাটি নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

গোগনগর ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্যের শুরুতেই অ্যাডভোকেট টিপু কর্মীদের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আপনারা দলকে ভালোবাসেন না, আপনারা চেয়ারকে ভালোবাসেন, পথকে ভালোবাসেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন দল না থাকলে আপনার চেয়ার থাকবে না, পথও থাকবে না। তখন সেটা আপনাদের ইজ্জতের লড়াই হয়ে দাঁড়াবে, সম্মানের লড়াই হয়ে দাঁড়াবে।

তিনি গোগনগরকে বিএনপির ঘাঁটি হিসেবে উল্লেখ করে স্থানীয় নেতাদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, শুনে রাখুন, গোগনগর হলো বিএনপির ঘাঁটি। এই গোগনগরে আপনাদের কমিটিতে যে সমস্যা রয়েছে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে সেই জটিলতা সমাধান করুন। প্রতিটি বাড়ি-বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নিন, জনগণের সঙ্গে সম্পর্ক রাখুন। কারণ সামনে নির্বাচন আপনাদেরই বাড়ি-বাড়ি গিয়ে ভোট চাইতে হবে, বিএনপিকে বিজয়ী করতে হবে।

নেতাকর্মীদের স্বল্প উপস্থিতি এবং দুর্বল সাংগঠনিক চিত্রের কারণে অ্যাডভোকেট টিপু ক্ষোভ প্রকাশ করেন। তিনি মনে করিয়ে দেন, ফ্যাসিবাদী নির্যাতনের এবং জেল-জুলুমের প্রতিকূল সময়েও এই একই স্থানে শত শত নেতাকর্মী নিয়ে সফল কর্মীসভা হয়েছিল। তিনি বলেন, আজকের পরিস্থিতি নিজেরাই দেখুন, আজ আপনাদের মধ্যে কী সমস্যা তৈরি হয়েছে? আজ অনেক নেতৃবৃন্দের উপস্থিতি নেই। আপনারা যদি শুধু সভাপতি, সেক্রেটারি বা কয়েকজন ইউনিয়ন নেতার উপর নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে সামনে অগ্রসর হওয়া কঠিন হবে। তাই আজকের এই উপস্থিতিই আপনাদের সামনে প্রশ্ন হিসেবে রেখে গেলাম, আপনারা নিজেরা চিন্তা করুন।

তিনি গোগনগর ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে আগামী ১৭ তারিখের মধ্যে নয়টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে সদর থানার আহ্বায়কের কাছে দাখিল করার নির্দেশ দেন। এই নির্দেশনার ব্যত্যয় ঘটলে তাদের সাংগঠনিক ‘পথ থাকবে কিনা’ তা নিয়ে ভাবা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে অ্যাডভোকেট টিপু বলেন, আপনারা স্লোগান দেন খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ কিন্তু মন থেকে দেন না। যদি সত্যিকার অর্থে মন থেকে স্লোগান দিতেন, তাহলে আজ গোগনগরের এই অবস্থা দেখতে হতো না। এখনো সময় আছে মানুষের পাশে দাঁড়ান, মানুষের দুঃখ-কষ্ট লক্ষ্য করুন, সাধারণ জনগণ কী চায় সেটা অনুধাবন করুন।

তিনি শেষ আহ্বান জানিয়ে বলেন, আর নয়, সামনে যে লড়াই আসছে, সেটা হবে আরও কঠিন। মনে রাখবেন, গত ১৬ বছর আমরা ফ্যাসিবাদীদের হাতে যেভাবে নির্যাতিত হয়েছি, তার চেয়েও ভয়াবহ হতে পারে আগামী দিনগুলো। তাই এখনই ঐক্যবদ্ধ হোন, সংগঠিত হোন, জনগণের সঙ্গে সংযোগ বাড়ান।

পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গোগনগরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।

গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email