বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
রাজনীতি

ডেঙ্গু পরিস্থিতিতে কাশিপুর ইউপি-কে ছাত্র ফেডারেশনের দ্রুত পদক্ষেপের আহ্বান

লাইভ নারায়ণগঞ্জ: কাশিপুর ইউনিয়নে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ইউনিয়ন পরিষদকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সংগঠনটির স্থানীয় নেতারা বুধবার (৮ অক্টোবর) ইউপি সচিবের সঙ্গে দেখা করে দ্রুত মশক নিধন কার্যক্রম শুরু করার দাবি জানান।

বেলা ৩টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ কাশিপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আওলাদ হোসেনের সাথে এ বিষয়ে আলোচনা করেন।

আলোচনাকালে ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক শাখার আহ্বায়ক স্বপ্নীল শোভন কাশিপুরের ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কাশিপুর ইউনিয়নে ডেঙ্গুর প্রাদুর্ভাব বর্তমানে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা নিতে আসা মানুষের চাপও বেড়েছে। এই এলাকায় ঘনবসতি ও অপর্যাপ্ত পরিচ্ছন্নতা ব্যবস্থার কারণে প্রায় প্রতিটি পরিবারই ঝুঁকির মধ্যে রয়েছে। ইতোমধ্যে দুইজন স্কুল শিক্ষার্থীসহ কয়েকজন মানুষের মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।”

আলোচনার একপর্যায়ে ইউনিয়ন পরিষদ থেকে ছাত্র ফেডারেশনকে জানানো হয় যে, আগামীকাল থেকে কাশিপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে ফগার মেশিন ব্যবহার করা হবে।

তবে ইউপি-র এই আশ্বাসের পাশাপাশি ছাত্র ফেডারেশন শুধু ফগার মেশিন ব্যবহারের ওপর নির্ভর না করে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেছে। স্বপ্নীল শোভন বলেন, আমরা মনে করি, শুধু ফগার মেশিন ব্যবহারই যথেষ্ট নয়; পাশাপাশি জনগণকে সচেতন করতে হবে—বাড়ির আশপাশের জমে থাকা পানি অপসারণ, পুরনো টায়ার, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে যেন পানি না জমে, সে বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে।”

ছাত্র ফেডারেশন বিশ্বাস করে যে জনসম্পৃক্ততা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি বলে তারা মন্তব্য করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক শাখার যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান, সদস্য আকিব হাসান এবং সদস্য আবু তালহা।

RSS
Follow by Email