বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
রাজনীতি

চার দফা দাবিতে এনসিসি প্রশাসককে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নগরীর সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও নাগরিক সমস্যা সমাধানের দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় সিটি কর্পোরেশনের কার্যালয়ে সংগঠনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সেক্রেটারি আ. মজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানের পর সংগঠনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ঐতিহ্যবাহী শিল্পনগরী হওয়া সত্ত্বেও এখানকার মানুষ নানা নাগরিক সমস্যার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। এ অবস্থায় তারা সিটি প্রশাসকের কাছে গুরুত্বপূর্ণ চারটি দাবি উত্থাপন করেছেন।

সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত প্রথম দাবিটি হলো মশক নিধন কার্যক্রম জোরদার করা। ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত স্প্রে ও কার্যকর কর্মসূচি গ্রহণ করার জন্য নাসিক কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়। দ্বিতীয় দাবিটি হলো যানজট নিরসনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা। এই প্রাচীন শহরে সড়ক সংস্কার, বিকল্প রাস্তা তৈরি এবং একটি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করে ইসলামী আন্দোলন। তৃতীয়ত, কদম রসুল সেতু দ্রুত বাস্তবায়ন করার দাবি জানানো হয়েছে। এই সেতু দ্রুত নির্মিত হলে নারায়ণগঞ্জ শহর থেকে বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ ও দ্রুত হবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। চতুর্থ এবং অন্যতম গুরুত্বপূর্ণ দাবিটি হলো মেট্রোরেল প্রকল্প-২ এ নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা। এর মাধ্যমে রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জের দ্রুত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

মুফতি মাসুম বিল্লাহ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই দাবিগুলো বাস্তবায়ন করা গেলে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক নগরী গড়ে তোলা সম্ভব হবে।

RSS
Follow by Email