বুধবার, অক্টোবর ৮, ২০২৫
রাজনীতি

প্রেসক্লাবের সাথে ছাত্র ফেডারেশনের নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটি মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে। নবনির্বাচিত কমিটির নেতারা এ সময় নারায়ণগঞ্জের শিক্ষা ও চিকিৎসার মানোন্নয়নসহ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সর্বদা সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেন।

বিকেল ৫টায় অনুষ্ঠিত এই সাক্ষাতে নবনির্বাচিত কমিটির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে জেলা সভাপতি সাইদুর রহমান বলেন, নারায়ণগঞ্জে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, বিদ্যমান হাসপাতালগুলোর চিকিৎসার মানোন্নয়ন এবং জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি নবনির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সর্বদা শিক্ষার্থীদের জন্য লড়াই করেছে। তিনি বিশেষ করে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশন অন্যতম প্রধান ভূমিকা রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে সামনে কাজ করে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর ও অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, দপ্তর সম্পাদক শেখ সাদী। এছাড়া নারায়ণগঞ্জ কলেজ কমিটির যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার, এবং সিদ্দিরগঞ্জের সংগঠক আব্দুল আহাদ ও সোহাগ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email