আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কোনো প্রকার আপস করবে না: এসপি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে সমস্যার কারণ চিহ্নিত করে ইতিমধ্যে কাজ শুরু করেছে জেলা পুলিশ। পাশাপাশি, মাদক, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতিতে অনড় থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিন। পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর বলেও জানান তিনি।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে পুলিশ সুপার এই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করেন।
পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, যানজট এখানকার মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। এ বিষয়ে সমস্যার মূল কারণ চিহ্নিত করা হয়েছে এবং ট্রাফিক পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যাতে দ্রুত যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কোনো প্রকার আপস করবে না। একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে পুলিশ সব ধরনের সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।
পুলিশ সুপার সাংবাদিকদের সাথে পারস্পরিক সহযোগিতা, তথ্য বিনিময় এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি আশাপ্রকাশ করেন, পুলিশ ও গণমাধ্যম সমন্বয় করে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, ইসরাত জাহান, মো. সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান। এছাড়াও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।