বুধবার, অক্টোবর ৮, ২০২৫
Led05আড়াইহাজার

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (২৫) এক নারী নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী গত কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১০টা থেকে সোমবার ভোর ৪টার মধ্যে যেকোনো সময় সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারের পূর্বপাশে ওয়াসিক মিলের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা, দ্রুতগামী কোনো যানবাহনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত ৬-৭ দিন ধরে পুরিন্দা বাজার ও আশপাশ এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।

পরে সকালে স্থানীয়রা সড়কের পাশে লাশ দেখতে পেয়ে আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।

এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

RSS
Follow by Email